দিনাজপুরে বিরামপুরে ট্রাফিক আইন অমান্য করায় ৩০ মোটরসাইকেল চালককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বিরামপুর পৌর শহরস্থ ঢাকা মোড়ে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ ও বিরামপুর থানা পুলিশের এই অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের মোটরসাইকেল আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন জেলার ট্রাফিক সার্জেন্ট রুবেল আহম্মেদ, সহকারি ট্রাফিক সার্জেন্ট আবুল কালাম, বিরামপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিক ও পুলিশ সদস্যবৃন্দ।
ট্রাফিক সার্জেন্ট রুবেল আহম্মেদ জানান, হেলমেট ছাড়া গাড়ী চালা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে ৩০টি মোটরসাইকেল আটক করে মালিকের নামে মামলা দিয়ে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, সবার আগে নিজের নিরাপত্তা। হেলমেট বিহীন কেউ যেন মোটরসাইকেল নিয়ে বের না হয়। হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনায় স্বীকার হয়ে মৃত্যুর সংখ্যা বেশি। হেলমেট মৃত্যু ঝুঁকি কমায়। তাই সকলকে হেলমেট পরে মোটর সাইকেল চালানোর আহ্বান জানান তিনি।
এএ

