বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

চিলমারীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১২:৩৪ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

কুড়িগ্রামের চিলমারীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ মে) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জামেরতল এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চিলমারী ইউনিয়নের চর শাখাহাতী এলাকার মোখলেসুর রহমান ও রমনা মডেল ইউনিয়নের দুইথানা সাববাঁধ এলাকার মোহাম্মদ আল আমিন।


বিজ্ঞাপন


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম। তিনি বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করা হয়।
এ সময় ড্রেজারের মালিক পালিয়ে যান। ড্রেজার ও অন্য সরঞ্জাম জব্দ করে থানায় আনা হয়েছে। বালুমহাল আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর