মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভার্চুয়াল মুদ্রা বিক্রির অভিযোগে গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২৩, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

ভার্চুয়াল মুদ্রা বিক্রির অভিযোগে গ্রেফতার ৩

জুয়া খেলার জন্য তরুণদের কাছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

রোববার (২১ মে) রাতে বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন সাহেবের হাট বাজারের হাওলাদার টেলিকম থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


এসময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনে ইনস্টল করা বিভিন্ন জুয়ার অ্যাপসের মধ্যে ৩৪৫৯.৩ ক্রিপ্টোকারেন্সি পাওয়া যায়। বিশ্বের সব ধরণের ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের আইন অনুসারে অবৈধ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- শাওন হাওলাদার সুজন (২৭), ইমন হোসেন (২০) ও ইব্রাহীম মোল্লা (২০)।

সোমবার (২২ মে) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ওই দোকানের ভেতর অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগ পাওয়া যায়। এছাড়া জুয়া খেলতে ভার্চুয়াল মুদ্রা বিক্রির খবর পাই। তখন পুলিশ পরিদর্শক শাহ ফয়সাল আহমেদের নেতৃত্বে এসআই মোহাম্মদ জোবায়েদ খান ও একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এসময় দোকানের মধ্য থেকে ৩ জুয়াড়িকে আটক করে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনটি মোবাইলে ইনস্টল করার জুয়ার অ্যাপের মধ্যে মোট ৩৪৫৯.৩ ভার্চুয়াল মুদ্রা পাওয়া যায়।


বিজ্ঞাপন


এছাড়া বাংলাদেশি টাকাকে ভার্চুয়াল মুদ্রায় রূপান্তরের জন্য দুটি মোবাইল ব্যাংকিং কোম্পানির অ্যাপে জমা রাখা মোট ১৭ হাজার ৬৮৯ টাকা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আরও বলেন, অভিযুক্তরা তরুণ ও যুবসমাজের কাছে এই ভার্চুয়াল মুদ্রা বিক্রি করতো। বাংলাদেশি টাকা দিয়ে সহজেই ভার্চুয়াল মুদ্রায় রূপান্তর করে দিতেন আটক ব্যক্তিরা। এতে তরুণ সমাজ ধ্বংসের পাশাপাশি দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে, পুলিশ পরিদর্শক শাহ ফয়সাল আহমেদ প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর