খুলনার ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে সুব্রত পাল নামে ১২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ মে) বেলা সাড়ে ১২টার দিকে সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
বিজ্ঞাপন
মৃত সুব্রত পাল ডুমুরিয়া উপজেলার চিংড়া গ্রাম অশোক পালের ছেলে। সে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুব্রত পাল রোববার সকালে বাতাস খাওয়া ফ্যান তৈরির জন্য বাজার থেকে ছোট মোটর ও ফ্যান তৈরির সরঞ্জামাদি কিনে নিয়ে আসে। এরপর সে বাড়িতে বসে ফ্যান তৈরির সময় বিদ্যুতায়িত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিদ্যুতায়িত হয়ে সুব্রত পাল নামে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস