শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নদীতে গোসলে নেমে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে ২০২৩, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের ইসলামপুরে নদীতে গোসল করতে নেমে বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিবাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম।

নিহত মোর্শেদা বেগম উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ এলাকার ফুলু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ব্রিজ সংলগ্ন যমুনার নদীর শাখা নদীতে গোসল করতে নামেন মোর্শেদা বেগম। এসময় আকস্মিকভাবে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মোর্শেদা বেগমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন