মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে ২০২৩, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

বরিশালের উজিরপুর উপজেলায় নবম শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আলমগীর হোসেনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ মে) সকালে উপজেলার পূর্ব কেশবকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান।

এর আগে ২২ মার্চ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা শনিবার (২০ মে) রাতে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্ত আলমগীর উপজেলার মৃত আ. রশিদ সিকদারের ছেলে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান মামলার নথির বরাতে বলেন, ওই মাদরাসাছাত্রীর বাবার মামাতো ভাই অভিযুক্ত আলমগীর। এর সুবাদে তারা পাশাপাশি বাসায় বসবাস করেন। তাই আলমগীর ওই কিশোরীর বাসায় প্রায়ই যাতায়াত করতো। চলতি বছরের ২২ মার্চ ভুক্তভোগীর মা গোসল করতে বাইরে যান।


বিজ্ঞাপন


তখন কিশোরীকে ঘরে একা পেয়ে অভিযুক্ত বৃদ্ধ মুখ চেপে ধরে তার (আলমগীর) ঘরে নিয়ে যায়। এসময় কিশোরীকে ধর্ষণ করেন অভিযুক্ত। বিষয়টি গোপন না রাখলে মেরে ফেলার হুমকি দেওয়ায় কিশোরী কাউকে জানাননি। অন্তঃস্বত্ত্বা হয়ে যাওয়ায় শারীরিক পরিবর্তন ঘটলে স্বজনরা কারণ জানতে চায়। তখন ওই কিশোরী বিষয়টি জানালে তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

এরপর অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর