মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশোরে ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০২৩, ১১:২৩ পিএম

শেয়ার করুন:

যশোরে ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড

যশোরে ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো শহর। শুক্রবার (১৯ মে) রাত ৯টা ২০ মিনিটের দিকে ঝড় শুরু হয়, শেষ হয় ৯টা ৪০মিনিটের দিকে। ঝড়ের পর সড়কে গাছ পড়ায় যশোর, ঝিনাইদহসহ কযেকটি সড়কে যানচলাচল বন্ধ ছিল। রাতে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

এদিকে, কাল বৈশাখী ঝড়ে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে আম লিচু ছিড়ে মাটিতে পড়ে গেছে।


বিজ্ঞাপন


যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের আম চাষি আমিন উদ্দিন বলেন, ঝড়ে সব শেষ করে দিয়েছে। আম সব মাটিতে গড়াগড়ি দিচ্ছে।

ওজোপাডিকো যশোরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইফতেখার আলম বলেন, শহরে বিদ্যুৎ বিছিন্ন রয়েছে। শহরের অনেক জায়গায় গাছ উপড়ে তার উপরে পড়েছে। টিম কাজ করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাসুদ উল আলম বলেন, সব উপজেলায় ঝড়ে ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণে ক্ষতি হয়েছে এ মুহুর্তে বলা সম্ভব না।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর