মিরসরাইয়ে কৃষি জমি থেকে মো. ফারুক (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে ১১ টায় উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকার প্রিয়া অটো ব্রিক ফিল্ডের পাশের জমি থেকে তার লাশ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।
বিজ্ঞাপন
মো. ফারুক গড়িয়াইশ গ্রামের সাহাবুদ্দিন মেস্ত্রীর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম বলেন, নিহত ফারুক ২ বিয়ে করছেন। বৃহস্পতিবার সকালে ছোট বউয়ের ঘর থেকে খাবার খেয়ে মাঠে কাজ করতে যায়। দুপুরে বড় বউয়ের ঘরে ভাত খেয়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে আর বাড়ি ফিরেনি।
সন্ধ্যায় প্রিয়া অটো ব্রিক ফিল্ডের সিকিউরিটি গার্ডের সদস্যরা মাঠে লাশ পড়ে থাকতে দেখে মিরসরাই থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, রাতে সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকা থেকে ফারুক নামে একজনের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

