বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

শারীরিক প্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, গ্রেফতার এক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০৩:৩২ এএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীর পবায় শারীরিক প্রতিবন্ধী এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে নগরীর পবা থানা পুলিশ।

সোমবার (১৫ মে) বিকেলে নগর পুলিশের পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ মে) বিকেলে আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামির নাম নাজিম আলী (৪০)। তিনি নগরীর পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়ার মান্নানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, নগরীর পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়ার এসএসসি পরীক্ষার্থী ও শারীরিক প্রতিবন্ধী ওই তরুণী গত রোববার (১৪ মে) সকালে প্রাইভেট পড়তে নওহাটায় যায়। প্রাইভেট শেষে বাড়ি না ফিরলে তার পিতা-মাতা আশপাশে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে রাতেই পবা থানায় একটি নিখোঁজ জিডি করেন স্বজনরা। পরে সোমবার (১৫ মে) সকালে ভ্যানচালক জেকের আলী (৫৫) ওই তরুণীকে চৌবাড়িয়া এলাকায় কান্নারত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

ওই তরুণী তার বাবা-মাকে জানায়, সেদিন প্রাইভেট শেষে দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। এসময় আসামি নাজিম তাকে বিয়ের প্রলোভন ও ভয় দেখিয়ে অপহরণ করে। এরপর তাকে ভ্যানে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ওই দিন সন্ধ্যা ৭টায় পবার চৌবাড়িয়া এলাকায় ভুট্টা ক্ষেতের ভিতরে ধর্ষণ করে। ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভুট্টা ক্ষেতে রেখে নাজিম পালিয়ে যায়। প্রতিবন্ধী ওই তরুণীর পিতার এমন অভিযোগের প্রেক্ষিতে পবা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়।


বিজ্ঞাপন


আরএমপি মুখপাত্র রফিকুল আলম জানান, মামলার প্রেক্ষিতে আরএমপির শাহ মখদুম জোনের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এএইচএম আসাদ হোসেনের নেতৃত্বে পবা থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভে একটি টিম আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে আসামি নাজিমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতার আসামিকে মঙ্গলবার (১৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

প্রতিনিধি/আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন