রাজশাহীতে কিশোরীকে (১২) ধর্ষণের দায়ে শাহজাহান গাজী (৬০) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামির শাহজাহান গাজী রাজশাহীর চারঘাট উপজেলার কানগাড়ি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৮ সালে একই এলাকার এক কিশোরীকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে যান বৃদ্ধ শাহজাহান। তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। এর তিন মাস পর সেই মেয়ের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরিবার পরিকল্পনা অফিসে নিলে পরীক্ষার মাধ্যমে জানা যায় মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা।
বিষয়টি জানাজানি হলে শাহজাহান গাজী কৌশলে পালিয়ে যান। পরে কিশোরীর বাবা বাদী হয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে চারঘাট থানায় মামলা করেন।
বিজ্ঞাপন
এরপর তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে মামলার রায় ঘোষণা করলেন।
আইনজীবী শামসুন নাহার মুক্তি বলেন, রায়েনারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামির মূল হাজতবাস কারাদণ্ড থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
প্রতিনিধি/এসএস