কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পূর্ব মির্জাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৪ বছরের আরও এক শিশু আহত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শিশু নুর বাবু উপজেলার পূর্ব মির্জাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। আহত শিশু সোয়াত হোসেন একই গ্রামের কামরুজ্জামানের ছেলে।
স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল নুর বাবু।
রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের চাচা জানিয়েছেন সোমবার দিবাগত রাতে ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার রাস্তায় পড়েছিল।
মঙ্গলবার সকালে ছাগল নিয়ে ক্ষেতে যাচ্ছিল শিশু নুর বাবু ও সোয়াত হোসেন।
বিজ্ঞাপন
এসময় রাস্তায় থাকা ছেঁড়া তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায় নুর বাবু। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয় শিশু সোয়াত হোসেন। পরে সোয়াতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় রৌমারী থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
প্রতিনিধি/এসএস