বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার ওপর অভিমান করে ছেলের আত্নহত্যা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার ওপর অভিমান করে ছেলের আত্নহত্যা
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার ওপর অভিমান করে তানজিবুল ইসলাম খাদেম (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

রোববার (১৪ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তানজিবুল ইসলাম খাদেম দূর্গাপুর গ্রামের আরিফুর রহমান খাদেমের ছেলে।

স্থানীয়রা জানায়, ঠিকমতো লেখাপড়া না করা ও লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তানজিবুল ইসলামকে তার বাবা বকা দেয়। এতে সে অভিমান করে সকাল সাড়ে ৭টার দিকে বসতঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আসাদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পড়াশোনা না করা ও অমনোযোগী হওয়ায় তার বাবা তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে আত্মহননের পথ বেছে নেয়।


বিজ্ঞাপন


দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর