কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে পাঁচ ঘণ্টা পর নাহিদ হাসান (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর আকন্দপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিখোঁজ শিশু নাহিদ হাসান উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর আকন্দপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের আকন্দপাড়া চৌরাস্তা নামক এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাহিদ হাসানসহ তিন শিশু। এসময় সঙ্গীরা গোসল শেষে উপরে উঠলেও নিখোঁজ হয় নাহিদ। পরে নাহিদের পরিবারের লোকজনকে খবর দেয় ওই শিশুরা।
অনেক খোঁজাখুঁজি করে শিশুটির সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে বিকেল ৫টার দিকে শিশু নাহিদের লাশ উদ্ধার করেন।
রৌমারী ফায়ার সার্ভিস স্টেশনের সাব কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করি। এসময় সন্ধান না পেয়ে জামালপুর থেকে ডুবুরি আনা হয়। পরে বিকেল ৫টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস