কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় স্থানীয় এক ব্যাক্তির বসতবাড়ির নির্মাণাধীন ঘরে বিচিত্র ধরনের প্রাণী বালু শুকর পাওয়া গেছে।
শুক্রবার (১২ মে) রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাচারিপাড়া গ্রামের গাজিউর রহমানের বাড়িতে প্রাণীটি পাওয়া যায়।
বিজ্ঞাপন
এদিকে এলাকায় অপরিচিত প্রাণীর আবির্ভাবে অনেকে কৌতুহল নিয়ে প্রাণীটি দেখতে যাচ্ছেন। শুক্রবার সকাল থেকেই গাজিউর রহমানের বাড়িতে ভিড় করছেন স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা। তবে কেউ প্রাণীটির পরিচয় জানাতে পারেনি।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মেরাজ হোসেন মিসবাহ-খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে নিশ্চিত করেন এটি বালু শুকর বা হক বেজার যা মাংসাশী প্রাণী।
তিনি বলেন এটি থেকে সাবধান থাকতে হবে। এটি নদীর পাড়ে ও বন জঙ্গলে বেশিরভাগ সময় থাকে। মাছ, ইঁদুর, ফলমূল ও সবজাতীয় খাবার খেয়ে থাকে।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, এটি ভারত থেকে রাজিবপুর সীমান্তে প্রবেশ করে থাকতে পারে। আমি স্থানীয় কর্মকর্তাকে পাঠিয়েছি। এটি উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি। বন্যপ্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রৌমারী-রাজিবপুর ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ইকবাল হোসেন খান বলেন, প্রায় তিন সপ্তাহে এই ধরনের একটি প্রাণী রৌমারী উপজেলার চর শৌলমারীতেও দেখেছি। এই প্রাণীটি নাম বালু শুকর। এই ধরনের প্রাণী মানুষের কাছ থেকে লুকিয়ে থাকার জন্য এখানে আসতে পারে।
এটি সংরক্ষণ করে রাখবেন কিনা এমন প্রশ্নর জবাবে তিনি বলেন, প্রাণীট ধরার মতো কোনো প্রকার যন্ত্রপাতি ও এক্সপার্ট কেউ এখানে নেই তাই সংরক্ষণ করতে পারিনি। এই বালু শুকর প্রাণীটি বন জঙ্গলে উন্মুক্ত স্থানে থাকে। তবে ধারণা করা যাচ্ছে গভীর রাতে লোকজন নিরব হলে এই স্থান ত্যাগ করার সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধি/এসএস