বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

লাউ গাছের মাচায় ঝুলছিল পা বাঁধা বৃদ্ধের মরদেহ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০২৩, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

টাঙ্গাইলের নাগরপুরে লাউয়ের মাচা থেকে গলায় রশিতে ঝোলানো ও পা বাঁধা অবস্থায় ইফসুফ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ ব্যবসায়ীর মরদেহ উদ্বার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের পংবাইজোড়া পুষ্টকামরি এলাকার ধানক্ষেতের একটি সেচ পাম্পের ঘরের পাশে লাগানো লাউ গাছের মাচা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


ইউসুফ মিয়া উপজেলার মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। ‍তিনি পংবাইজোড়া বাজারে চা-কফি বিক্রেতা ও জুতা ব্যবসায়ী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয় ইউসুব। সারাদিন পংবাইজোড়া বাজারে তার নিজ দোকানে বেচাকেনা করেন। বিকেল পর্যন্ত দোকানে তাকে দেখা গেছে বলে জানিয়েছেন আশ পাশের দোকানিরা। স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি।

পরে আজ শুক্রবার সকালে সালামের সেচ পাম্পের মেশিন ঘরের উপরে লাউ গাছের মাচার খুটির সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

ইউসুফের ছোট ভাই নূরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ি থেকে বের হয় তার ভাই ইউসুফ। বিকাল ৪টার দিকে পংবাইজোড়া বাজারে তার সঙ্গে ভাই ইউসুফের দেখা ও কথা হয়। এর পর আর বাড়ি ফিরেনি সে। শুক্রবার সকালে ভাইয়ের ঝুলন্ত মরদেহের খবর শুনে ঘটনাস্থলে এসে সালামের সেচ পাম্পের মেশিন ঘরের লাউয়ের মাচার খুটির সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পান।


বিজ্ঞাপন


এ ঘটনায় নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন