সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় চলতি বছর অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে চারটায় মেঘাই খাদ্য গুদামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন- কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা (ভারপ্রাপ্ত) খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, গুদাম কর্মকর্তা পলাশ কুমার সূত্রধর, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন রাজ প্রমুখ।
এ বছর ১ হাজার ২৫ মেট্রিকটন বোরো ধান, ২ হাজার ১শ ৫ মেট্রিকটন চাল এবং ৯৭ মেট্রিকটন গম সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ধানের দাম প্রতি কেজি ৩০ টাকা, চাল প্রতি কেজি ৪৪ টাকা এবং গম প্রতি কেজি ৩৫ টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস