সিরাজগঞ্জের এনায়েতপুর ও চৌহালী থানা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ মে) দুপুরে এনায়েতপুর হাট চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম ঝন্টু।
এ সময় বক্তব্য রাখেন- এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক ডনুর সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল মতিন ব্যাপারী, রফিকুল ইসলাম খান, জেলা যুব সংহতির আহবায়ক আব্দুল জলিল, সাইদুর রহমান, দলের নেতা রফিকুল ইসলাম কালা, আব্দুল হাকিম, আলমগীর হোসেন আলম প্রমুখ।
বিজ্ঞাপন
পরে আব্দুল মতিন ব্যাপারীকে এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি ও ফজলুক হক ডনুকে সাধারণ সম্পাদক এবং চৌহালী থানা জাতীয় পার্টিতে রফিকুল ইসলাম খানকে সভাপতি ও (অবঃ) সেনা সদস্য নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
প্রতিনিধি/ এজে