সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রাম থেকে ১০৫ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ মে) বিকেলে চানপুর গ্রাম থেকে জামালগঞ্জ থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩০) ও তার স্ত্রী মনমিলা আক্তার (২৩)।
বিজ্ঞাপন
তারা সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা এলাকা থেকে ভারতীয় মদ কিনে নিয়ে নিজ এলাকায় বিক্রি করত বলে পুলিশকে জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেলে জামালগঞ্জ থানার এসআই মো. জুলহাস উদ্দিন, এসআই গোলাম সরওয়ার সরকার, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আকছির মিয়া, এএসআই সুব্রত কুমার চক্রবর্তী, এএসআই রায়হান উদ্দিন চাঁনপুর গ্রামের (শেখহাটিতে) বিশেষ অভিযান চালিয়ে বদিউজ্জামানের বসত ঘর থেকে ১০৫ বোতল ভারতীয় উদ্ধার করে। এসময় বদিউজ্জামানের স্ত্রী মনমিলা আক্তারকে পুলিশ গ্রেফতার করে। পরে মনমিলার স্বামী বদিউজ্জামানকে গ্রেফতার করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, ‘গ্রেফতারকৃত স্বামী স্ত্রী সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা এলাকা থেকে ভারতীয় মদ কিনে এনে এলাকায় বিক্রি করত বলে জানিয়েছে। বিশেষ অভিযান চালিয়ে মদ উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে।’
প্রতিনিধি/ এজে