বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজশাহীতে অস্ত্রসহ গ্রেফতার এক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীতে অস্ত্র সংরক্ষণের সময় কাজল (২০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (৬ মে) দিনগত গভীর রাতে রাজশাহীর চারঘাট উপজেলার রাউথা এছারের বটতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৭ মে) র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার অস্ত্র কারবারি কাজল তিনি পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের কামালের ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, চারঘাট উপজেলার রাউথা এছারের বটতলা বটতলা মোড় এলাকায় এক ব্যক্তি অবৈধ দ্রব্যসহ অবস্থান করছে।


বিজ্ঞাপন


খবর পেয়ে শনিবার দিনগত রাত ১টার র‌্যাবের ওই দল রাউথা এছারের বটতলা মোড় এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট অবৈধ অস্ত্র ওয়ান শুটারগান থাকার বিষয়টি সে স্বীকার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub