রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কসবায় বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেফতার, অসুস্থ হয়ে হাসপাতালে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

কসবায় বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেফতার, অসুস্থ হয়ে হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির এক নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় গ্রেফতারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন।

এর আগে, দুপুরে তাকে উপজেলার খাড়েরা ইউনিয়নের দারোগাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরীফুল হক স্বপন (৫১) উপজেলার সৈয়দাবাদ গ্রামের জহিরুল হকের ছেলে। তিনি কসবায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।


বিজ্ঞাপন


জানা যায়, আগামী ৬ মে কসবা উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা বিএনপির কমিটি গঠনে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনের জন্য উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী-পাতাইসার উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খানসহ অন্যান্য নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। সেখান থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানায় নেতাকর্মীরা।

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দারোগাবাড়ী এলাকায় তাকে তল্লাশি করে একটি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। অবৈধ অস্ত্র রাখা এবং আগের একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।পরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর