জয়পুরহাটে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরির হিরিকে সাধারণ অতিষ্ঠ মানুষ। এমন পরিস্থিতিতে তথ্য, প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের প্রধানসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ধারকি প্রধান পাড়া গ্রামের চৈতুনের ছেলে সাদ্দাম হোসেন(৩২) একই গ্রামের মছির উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (২৮) হাফিজ মন্ডলের ছেলে আব্দুল মোমেন (৩০) তোতা মিয়ার ছেলে তাজেল হোসেন(২৮)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
(ওসি)আলমগীর জাহান জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে জয়পুরহাটসহ আশে পাশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ চালিত গভীর নলকুপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে আসছিল। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরিকাজে ব্যবহৃত লাইলনের দড়ি,কাটার প্লাস ও চারটি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজে

