বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মায়া নদীতে মিলল শিকলবন্দী নারীর লাশ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১০:২৫ এএম

শেয়ার করুন:

মায়া নদীতে মিলল শিকলবন্দী নারীর লাশ
ছবি : ঢাকা মেইল

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার মায়া নদী থেকে এক অজ্ঞাত নারীর শিকলবন্দী মরদেহ উদ্ধার করেছে শশিভূষণ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।


বিজ্ঞাপন


শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

অজ্ঞান নারীর বয়স ২৫ কিংবা ২৬ বছর। লাশের এক পা শিকলবন্দী ছিল। পড়নে কালো সেলোয়ার-কামিজ রয়েছে। পুলিশ বলছে, লাশটি ৫-৬ দিন আগের হতে পারে।

ঢাকা মেইলকে ওসি জানান, ওই নারীর এক পা শিকলবন্দী। হয়তো ওই নারী মানসিক ভারসাম্যহীন অথবা যেকেউ তাকে হত্যার উদ্দেশ্যে শিকলবন্দী করে নদীতে ফেলে দিয়েছে। তবে ওই নারীর পরিচয় এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ মৃত্যুর প্রকৃত কারণ শনাক্ত করা সম্ভব।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর