শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুড়িগ্রামে ফের সরকারি জন্ম নিয়ন্ত্রণ বড়ি জব্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তবর্তী পচাকাটা থানার মাদারগঞ্জে নৌপথ দিয়ে ভারতে পাঁচারকালে সরকারি জন্মনিয়ন্ত্রণ (সুখি ট্যাবলেট) বড়ি ও ডিঙ্গি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৩০মার্চ) রাতে উপজেলার মাদারগঞ্জ এলাকার গঙ্গাধর নদী থেকে জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটের মূল্য প্রায় ১১ লাখ ৫২ হাজার ৭২০ টাকা এবং নৌকা ২০ হাজার টাকা।


বিজ্ঞাপন


কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের মাদারগঞ্জ বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান বলেন, কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর সীমানা ১০২৫/৫এস আন্তর্জাতিক পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৯ হাজার ২২১টি সরকারি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট ও একটি ছোট নৌকা জব্দ করে বিজিবির টহল দল। এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে নদী সাতরিয়ে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

কুড়িগ্রাম-২২বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম সরকারি জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট জব্দ করার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য চলতি মাসের ৯মার্চ মাদারগঞ্জ বিওপি'র অধিন জালিয়ার চর ১০৩৩ সীমান্তে নদী পথে ভারতে পাচারের সময় প্রায় ৯৯ হাজার ৯শ পাতা সরকারি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট ও ৪শ লিটার ডিজেল আটক করে মাদারগঞ্জ বিওপির বিজিবি সদস্যরা।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর