বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাংশায় আখ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

পূর্ব শত্রুতার জেরে রাজবাড়ীর পাংশায় আব্দুল মালেক নামে এক কৃষকের ক্ষেতর আখ কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠছে।

গত শনিবার (২৯ এপ্রিল) বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি মৌজার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক।


বিজ্ঞাপন


অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার ২৯ এপ্রিল পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে কৃষক মো. আব্দুল মালেক সরদারের ৩ শতাংশ জমির আখ অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে জমির উপর ফেলে রাখে। এতে প্রায় ৪০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কৃষক মো. আব্দুল মালেক সরদার বলেন, আমি গরীব কৃষক। পরের জমি লিজ দিয়ে চাষাবাদ করি। পারিবারিক শত্রুতার কারণে বিভিন্নভাবে আমাকে নির্যাতন করছে। এর আগে আমার সেচ প্রকল্পের তার চুরি করে নিয়ে গিয়েছে। খেজুর ও কলার বাগান করেছিলাম, সেটাও কেটে নষ্ট করে দিয়েছে। আবার এখন আখ ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে। কারা এ কাজগুলো করছে, তাদেরকে আমি চিনি। আমি তাদের নাম বলতে পারছি না। কারণ, বিভিন্ন সময় তারা আমাকে ভয় ভীতি দেখাচ্ছে।

পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিন শতাংশ জমির আখ কেটে ফেলা হয়েছে। এটা খুবই দুঃখজনক বিষয়। যারা এই কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা উচিত।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর