বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় মা-ছেলে নিহত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ০৮:৩৯ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় চট্টগ্রামের কর্ণফুলীতে মা-ছেলে খুনের ঘটনা ঘটেছে। এতে মা হোসনে আরা বেগম ও তার ছেলে মোহাম্মদ পারভেজ নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও দুজন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার মো. তৈয়ব আহমেদের স্ত্রী ও ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিকলবাহা ইউনিয়নের তৈয়ব আহমেদ ও মোহাম্মদ আলী পরিবারের সঙ্গে চলাচলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

মঙ্গলবার সন্ধ্যার দিকে এ নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মোহাম্মদ আলীর পরিবারের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ তৈয়বের পরিবারের লোকজনের ওপর চড়াও হন।

এতে এলোপাতাড়ি কুপিয়ে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) ও তার সন্তান মোহাম্মদ পারভেজ (৩১) গুরুতর আহত হন। গুরুতর আহত হন একই পরিবারের মোহাম্মদ আরজু (২২) ও মোহাম্মদ সিফাত (১৫) নামে আরও দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, চলাচলের রাস্তা নিয়ে বিবদমান প্রতিবেশীদের সঙ্গে মারামারিতে মা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। আমরা আইনি ব্যবস্থা নিয়েছি।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন