বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

যাত্রীর চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ১১:০১ এএম

শেয়ার করুন:

loading/img

প্রিয়জনদের সঙ্গে ঈদ উপভোগ করতে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে।

শুক্রবার (২১ এপ্রিল) সকালেও ঘাট এলাকায় যাত্রীবাহী যানবাহন ও মোটরসাইকেলের ভিড় দেখা গেছে। সেই সঙ্গে ঘাটে কোনোপ্রকার বিলম্ব ছাড়াই ছেড়ে যাচ্ছে ফেরি। এতে দূরপাল্লার বাসকেও ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে না।


বিজ্ঞাপন


Feriবিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ ঢাকা মেইলকে বলেন, গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল থেকেই যাত্রী ও বাসের চাপ বড়তে থাকে। তবে ভোগান্তি ছাড়াই সবাই পারাপার হয়েছে।

খালেদ নেওয়াজ বলেন, ফেরির জন্য যাত্রীবাহী বসকে এখন অপেক্ষা করতে হচ্ছে না। এসেই ফেরিতে উঠতে পারছে।

প্রতিনিধি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub