মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘দরজা খোলেন, আমরা পুলিশের লোক’ বলেই ঘরে ঢুকে ডাকাতি-লুটপাট

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

‘দরজা খোলেন, আমরা পুলিশের লোক’ বলেই ঘরে ঢুকে ডাকাতি-লুটপাট

গভীর রাতে দরজায় ধাক্কা, বাইর থেকে বলছে দরজা খোলেন। আমরা পুলিশের লোক। এরপর ঘরে ঢুকেই করছে ডাকাতি। লুটে নিচ্ছে বাড়ির সবকিছু। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসায়। উপজেলার শিমুলিয়া মধ্যপাড়ার কৃষক লিয়াকত আলীর বাড়িতে ঘটেছে ঘটনাটি। 

ভুক্তভোগী লিয়াকত আলী বলেন, বুধবার দিবাগত রাতে কিছু লোক তার বাড়ির দরজা ধাক্কা দিতে থাকে। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা খোকসা থানা থেকে এসেছেন এবং তাদের বাড়ি তল্লাশি করা হবে বলে দরজা খুলে দিতে বলেন। আমরাও পুলিশ ভেবে দরজা খুলে দেই। তারপর বাড়ি তল্লাশির কারণ জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। 


বিজ্ঞাপন


khoksa

লিয়াকত আলী বলেন, পরে আমার ৬ ছেলে ও তাদের স্ত্রীদের একটি ঘরে বেঁধে রেখে ৩টি আধাপাকা ঘরের ৬টি কক্ষের আলমারী, বাক্স থেকে নগদ ১ লাখ ১৪ হাজার টাকা, ৬টি স্বর্ণের চেন, ১টি স্বর্ণের হার, ৩টি স্বর্ণের আঙটি, ৫ জোড়া কানের দুলসহ ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। 

লিয়াকত আলীর পরিবারের সদস্যরা বলেন, ডাকাতদের মুখে মাস্ক থাকায় তাদের চেনা যায়নি। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর ভুক্তভুগীদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে রাতেই খোকসা থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাকাতদের ধরতে রাতেই অভিযান শুরু করেছে। তবে রাতের বেলায় কেউ বাড়িতে গেলে আরেকটু সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর