বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত  

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত  

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (৪০) নামে এক  মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথা থেঁতলে তার মৃত্যু হয়।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজশাহীর পবা উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেলচালক পবা উপজেলার কৈপুকুরিয়ার মুন্তাজ আলির ছেলে।

জানা যায়, নিহত মতিউর মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাট রামচন্দ্রপুর এলাকায় একটি ট্রাক্টর তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়লে ট্রাক্টরচালক তাকে থেঁতলে দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। 

ওসি রফিকুল হক বলেন, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এছাড়াও পলাতক ট্রাক্টরচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর