মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

১৮১ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের ধোবাউড়ায় চোরাচালানের বিশেষ অভিযান পরিচালনাকালে আমদানি নিষিদ্ধ ১৮১ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্ধুর টু ধোবাউড়া আঞ্চলিক সড়ক থেকে মাদকবহনকারী সিএনজিচালিত অটোরিকশাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১৯ এপ্রিল) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান।

আটকরা হলেন— গৌরীপুর উপজেলার গোলকপুর গ্রামের শামছু মিয়ার পুত্র সজিব মিয়া (৩০), মিরিকপুর গ্রামের মৃত আ. হেকিমের পুত্র এমদাদুল হক (৩২) ও পূর্ব দাপুনিয়া গ্রামের বাছির আলীর পুত্র মিরাজ আলী ওরফে রুবেল (২৫)।

ওসি টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গামারীতলা ইউনিয়নের ধোবাউড়া টু কলসিন্দুর রোডে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় একটি দ্রুতগামী অটোরিকশাকে সন্দেহ হলে সেটি থামানোর নির্দেশ দেওয়া হয়। পরে অটোরিকশা থেকে বিভিন্ন ব্যান্ডের প্রায় আমদানি নিষিদ্ধ ১৮১ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করে থানায় করে থানায় নিয়ে আসা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।

আটক ৩ মাদক কারবারি থানায় হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন