পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (মঞ্জু) নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ১৯, জেপির ৩ ও সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এছাড়া ৫ মাইক্রোবাস ভাঙচুর এবং ৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
সোমবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামে এবং উপজেলা সদরে এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বিষয়টি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ২০১৬ সালে অনুষ্ঠিত তেলিখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মির্জা, বর্তমানে জেপি নেতা গোলাম কিবরিয়া রিপনের নেতৃত্বে জুনিয়া গ্রামে সোমবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা জেপির নেতা-কমীরা অংশ নেন। মাহফিলে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভান্ডারিয়া আওয়ামী লীগ নেতাদের নিয়ে সমালোচনা করেন বলে অভিযোগ ওঠে। ইফতার মাহফিল শেষে জেপির নেতারা ভান্ডারিয়ায় ফেরছিলেন। পথে হরিণপালা এলাকায় স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, গ্রামবাসীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে জেপি নেতা-কর্মীদের ৫টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
তেলিখালীর ঘটনার জেরে রাত ৯টার দিকে জেপির নেতা-কর্মীরা উপজেলা খাদ্য গুদাম সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালান। চেয়ার, টেবিল, আসবাবপত্র ভাঙচুর করা হয়। এমন কি উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাকিরুল ইসলাম জানান, উজ্জল, অনিক মণ্ডল, চপল হাওলাদার, ফারুক খান, মিরাজ, তম্ময় জকি ও শিশির দত্ত গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানান, উপজেলা সদরে জেপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় উপজেলা ছাত্রলীলগের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
ভান্ডারিয়া জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল জানান, ইফতার মাহফিল থেকে ফেরার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা তাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং ৩ জন আহত হন।
ওসি মো. আসিকুজ্জামান জানান, ছাত্রলীগ ও জেপি (মঞ্জু) নেতাকর্মীদের মধ্যে পাল্টা-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পরে এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
টিবি