চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নুহস্ট্যান্ড মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া এগারোটায় গোমস্তাপুর উপজেলার নুহস্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে গাছের চাপায় ট্রাক্টরচালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ট্রাক্টার চালককে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোমাস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।
নিহত ব্যাক্তি হলেন গোমাস্তাপুর উপজেলার বিষুক্ষেত্র গ্রামের টুটুল আলীর ছেলে বাশার আলী (১৮)।
ওসি মাহবুবুর রহমান বলেন, গোমস্তাপুর উপজেলার নুহস্ট্যান্ড মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইটভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় গাছের চাপায় ট্রাক্টরচালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ট্রাক্টর চালককে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
এদিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ভাবানীপুর এলাকায় অটোরিকশার চাপায় মাশরুফা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সকালে শ্যামপুর ভবানিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাশরুফা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের মাইনুল ইসলামের মেয়ে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস