শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র রাকিব হোসেন (১৮) হত্যা মামলায় ছোট ভাই জাকির (১৬)কে গ্রেফতার করেছে বাজিতপুর থানা পুলিশ।

বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


বাজিতপুর থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিব উপজেলার সরারচর ইউনিয়নের পুরান গাঁওয়ের মধ্যপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার (২৭ মার্চ) সকালে রাকিব তার ছোট ভাই জাকিরকে একটা কাজের জন্যে নির্দেশ দিলে জাকির কাজটি করতে অস্বীকৃতি জানায়। পরে শাসনস্বরূপ তার গায়ে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করেন বড় ভাই। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধার পর বাড়ির পাশে বড় ভাইকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জাকির।

স্থানীয়রা রাকিবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এ ঘটনায় নিহত রাকিবের বাবা আবুল কাশেম বাদী হয়ে বাজিতপুর থানায় ছেলে জাকিরকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন