সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তেখারা’ আদায়

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তেখারা’ আদায়

ঝিনাইদহে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সকাল থেকেই তাপমাত্রার পারদ উঠতে শুরু করায় চরম বিপাকে পড়েছেন সব শ্রেণির মানুষ। জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও অত্যাধিক তাপের কারণে বেশি সময় বাইরে থাকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সাধারণ মানুষ ।

শুক্রবার (১৪ এপ্রিল) জুম্মার নামাজের পর বৃষ্টির আশায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রাম বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছে গ্রামবাসী।


বিজ্ঞাপন


ঈশ্বরবা গ্রামের মাঠে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ঈশ্বরবা গ্রামের প্রায় ২ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরবা জামতলা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।

এ বিষয়ে ইমাম সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর