সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাংগ্রাই জলকেলি উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

সাংগ্রাই জলকেলি উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা

মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাইং উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী রি-আকাজা (জলকেলি) উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল ) সকালে মারমা উন্নয়ন সংসদের আয়োজনে মারমা যুব কল্যাণ সংসদের সহযোগিতায় বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাইং উৎসব।


বিজ্ঞাপন


সকালে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ ও বেলুন উত্তোলন করে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আজকে এই সাংগ্রাইং উৎসবকে গিরে আমরা আগামী দিনের পথ চলার এখান থেকে খুঁজে পাব। আমাদের মধ্যে যে গ্লানি, দু:খ বেদনা ভুলে যাওয়ার সুযোগ হচ্ছে এই মুর্হূত। সুখে শান্তিতে স্মৃতিতে যে বসবাস করতে পারি। দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে যে ঐক্যবব্দ থেকে বাংলাদেশ থেকে সকল নৈরাজ্য সকল জঙ্গিবাদ ও মৌলবাদ সকল অপশক্তিকে আমরা উদগাদ করার মধ্য দিয়ে আমরা যেন শান্তিপূর্ণ সহঅবস্থান করতে পারি।


বিজ্ঞাপন


তিনি বলেন, একত্রিত হই এবং এই একত্রিত মধ্য দিয়ে আমরা শপথ করি যে আগামী নতুন বছর পুরাতন বছরকে বাদ দিয়ে নতুন বছরের পা রেখেছি সেই আজকের দিন থেকে আমরা প্রতিজ্ঞাবব্দ হয়ে আজ করি। আমরা যে শান্তিপূর্ণ সহঅবস্থানের মধ্য দিয়ে খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলকে যেন সুখে শান্তিতে সম্প্রতিতে রাখতে পারি সকলের মুখে হাঁসি ফুটানোর জন্য সকলেই মিলে যেন কাজ করতে পারি।

প্রধান অতিথির বক্তব্যের পর পর মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। সকাল সাড়ে দশটায় শহরের পানখাইয়াপাড়া এলাকার মারমা উন্নয়ন সংসদ মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে শাপলা চত্বর ঘুরে হাসপাতাল হয়ে পানখাইয়াপাড়ায় এসে শেষ হয়। পরে সাংগ্রাইং উৎসবের প্রধান আকার্ষণ রি-আকাজা (জলকেলি) উৎসব শুরু হয়।

সকাল সাড়ে এগারটায় সাংগ্রাইংয়ের প্রধান অনুষ্ঠান ঐতিহ্যবাহী রি-আকাজা (জলকেলি) উৎসব উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। অতিথিরা এক অপরে পানি ছিটিয়ে নতুন বছরকে স্বাগত জানান। পরে কনসার্ট চলাকালে মারমা তরুন-তরুনীরা জনকেলি উৎসব নেচে-গেয়ে মাতিয়ে রাখেন।

মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, ৩০৯ মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী , খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, মারমা উন্নয়ন সংসদের উপদেষ্টা চাইথোঅং মারমা, জেলা পরিষদের সদস্য মংক্যাচিং চৌধুরী।

খেলাধুলা উদযাপন কমিটির আহবায়ক উমংচিং মারমা বলেন, রীতি অনুযায়ে প্রতেক বছর হয়। অতিতের যত দুঃখ, ক্লানি মুছার জন্য এই অনুষ্ঠান পালন করি।  

সাংগ্রাই উদযাপন কমিটির সদস্য সচিব নিয়ং মারমা বলেন, মাহা সাংগ্রাইংয়ে রি-আকাজা (জলকেলি) উৎসব আমাদের প্রধান ঐতিহ্য। ১৯৮২ সাল থেকে মারমা উন্নয়ন সংসদ এই উৎসব পরিচালনা করে আসছে। বৃদ্ধ বুড়া-বুড়িদের নিয়ে শুরু হয়েছে গোসল করানো। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর