চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচন পরবর্তী দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে নির্বাচন হয় কাঞ্চনা ইউনিয়নেও। এতে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে (আপেল) নির্বাচিত হন মো. ফরহাদ। এনিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পরাজিত প্রার্থী আবু তৈয়বের সঙ্গে ফরহাদ সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। ওই সময় উভয় পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে আমরা একজনকে আটক করেছি। আমাদের অভিযান চলছে। এখনও কোনো মামলা হয়নি।
এইউ