বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভোররাতে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নকর্মী নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রাজশাহীর পবা হাইওয়ে থানার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম ঢাকা মেইলকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পরিচ্ছন্নকর্মীর নাম পলান (৫২)। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারি পাড়া এলাকার পোকরার ছেলে। তিনি বানেশ্বর হাটের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, আজ ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের বানেশ্বর হাট অভিমুখে যাচ্ছিল। এসময় নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।

মোফাক্কারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়। নিহতের পরিবার এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন