মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফুলপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি কারাগারে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ০৯:১৭ এএম

শেয়ার করুন:

ফুলপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি কারাগারে

ময়মনসিংহের ফুলপুরে ২২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার (১০ এপ্রিল) তাদেরকে কারাগারে পাঠানো হয়।


বিজ্ঞাপন


ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার তারাপুর সেনেরচর গ্রামের সোহাগ (২৮) ও শেরপুরের নকলা উপজেলার কাজাইকাটা গ্রামের নাঈম (২০)।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এই দুই মাদক কারবারি মোটরসাইকেলে করে ইয়াবাসহ হালুয়াঘাট থেকে ফুলপুরের দিকে আসছিল এমন সংবাদ পায় জেলা পুলিশ। তার ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে ও সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদারসহ ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে এসআই জাহিদ হাসান সর্ঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ঠাকুর বাখাই নামক স্থান থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ২২০ পিস  ইয়াবা জব্দ করা হয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, আসামিরা দুজনই পুরান মাদক কারবারি। এদের নামে নকলা থানাসহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে। সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর