শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিংগাইরে ভাইয়ের হাতে ভাই খুন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

সিংগাইরে ভাইয়ের হাতে ভাই খুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাই আবু রায়হানকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে ছোট ভাই রোমানের বিরুদ্ধে।

রোববার (৯ এপ্রিল) দিবাগত মধ্য রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু রায়হান উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে। ঘাতক রোমান আবু রায়হানের মেজো ভাই।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে একই ঘরে বড় ভাই আবু রায়হান, মেজো ভাই রোমান ও ছোট ভাই জামাল ঘুমিয়ে পড়ে। আবু রায়হান ও জামাল ঘুমিয়ে পড়লে রোমান সেই সুযোগে ধারালো চাকু দিয়ে বড় ভাইকে গলা কেটে হত্যা করে। রায়হানের ছটফট শব্দে ঘুম ভাঙে ছোট ভাই জামালের। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে তাদের বাবা শাহজাহান ফকির এগিয়ে আসলে ঘাতক রোমান দৌড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, হত্যার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত রোমানকে গ্রেফতারে চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর