রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

অস্ত্র নিয়ে টিকটক করায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেশীয় অস্ত্র নিয়ে টিকটক ভিডিও পোস্ট করার পর এক ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


অভিযুক্ত ব্যক্তির নাম বিল্লাল মৃধা। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে টিকটক ভিডিওটি পোস্ট করেন বিল্লাল। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হলে প্রায় চার ঘণ্টা পর পোস্টটি ডিলিট করেন তিনি। ততক্ষণে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ এ তথ্য নিশ্চিত করে জানান, সংগঠন পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন