মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে কনস্টেবলকে মারধর, ছাত্রলীগ নেতাসহ আটক ৪

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৩, ১২:২৬ এএম

শেয়ার করুন:

বরিশালে কনস্টেবলকে মারধর, ছাত্রলীগ নেতাসহ আটক ৪
ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়ায় পায়ে মোটরসাইকেলের চাকায় আঘাত লাগায় পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন ছাত্রলীগ নেতাসহ তার সঙ্গীরা। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএইচপি একাডেমির সামনে এই ঘটনা ঘটে বলে জানান আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার।


বিজ্ঞাপন


হামলার শিকার হয়েছেন আগৈলঝাড়া থানার কনস্টেবল ভুদেব বিশ্বাস। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটককৃত অন্যরা হলেন, মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

ওসি গোলাম ছরোয়ার বলেন, কনস্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিলেন। থানা থেকে কিছু দূরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটর সাইকেলের সামনের চাকা জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেওয়ার পরেও তাকে মারধর করেছে। পরে স্থানীয়রা এসে কনস্টেবল ভুদেব বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি শুনে অভিযান চালিয়ে জাকির পাইক ও মনির পাইকসহ চারজনক আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কনস্টেবল ভুদেব বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর