খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে ওষুধ কোম্পানি প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে তার মরদেহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেকের পাশে বিকাশ দাশের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রতিবেশি সূত্রে জানা গেছে, মোড়লগঞ্জ উপজেলার মহির চরনি গ্রামের রনজিৎ ঢালীর ছেলে অভিজিৎ। এ্যালকো ফার্মার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে গত ১ বছর ধরে ডুমুরিয়া অঞ্চল কর্মরত ছিলেন।
শুক্রবার এলাকার অন্যান্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে একটি ইফতার পার্টিতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেখানে না যাওয়ায় তার অন্য সহকর্মী রাতে বাড়ি ফিরে ডাকা ডাকি করে কোনো সাড়া না পেয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকতে দেখে। তখন জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে অভিজিৎকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ সংবাদ পেয়ে পুলিশ অভিজিতের মরদেহ উদ্ধার করে। তার সহকর্মীদের সূত্রে জানা গেছে, ৩ বছর আগে তার স্ত্রী মারা যায়। তবে কিছুদিন ধরে স্ত্রীর পরিচয়ে তার সঙ্গে বসবাসরত এক নারী ২০ থেকে ২২ দিন আগে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় অভিজিৎ মানষিকভাবে ভেঙ্গে পড়েছিল।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে অভিজিত ঝুলে ছিল। তবে কি কারণে তিনি এভাবে মারা গেলেন সে বিষয়ে তিনি কিছু বলতে পারেনি। এ ব্যাপারে থানায় অপমৃত্য মামলা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস