মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

বরগুনার বামনা উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালনে পুলিশ বাধা দেয়।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অস্থায়ী কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তারা।


বিজ্ঞাপন


বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখেন- বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় এ জেড এম সালেহ ফারুক। এসময় আরও বক্তব্য রাখেন- বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় এনায়েত কবির হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। যতক্ষণ আমাদের এই দাবি মেনে নেওয়া না হচ্ছে, ততদিন এ আন্দোলন চলবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর