সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৩, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় পুকুরে ডুবে তাকিয়া আয়মান নামে দুই বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের সাইফুল ইসলাম শাকিলের ছোট মেয়ে।


বিজ্ঞাপন


হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, তাকিয়া শুক্রবার দুপুরে বাড়ির পাশের আঙ্গিনায় অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল। হঠাৎ খেলার ফাঁকে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়। আত্মীয়স্বজনরা কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসতে দেখে। তাকিয়া আয়মানকে তাৎক্ষনিকভাবে স্বজনরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর