চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চার বসতঘর। এ ঘটনায় নগদ ৩০ হাজার টাকাসহ কমপক্ষে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে দুই গৃহকর্তা গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের পশ্চিম নোয়াজিষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সুমন্ত নাথ মাস্টারের বাড়িতে আগুন লাগে। আগুনে একে একে সুমন কান্তি নাথ, অসীম কান্তি নাথ, নারায়ন কান্তি নাথ, কাজল কান্তি নাথের আধাপাকা ও সেমিপাকা ঘর ও টিনসেট পুড়ে ছাই হয়ে যায়। মসজিদের মাইকে আগুন লাগার সংবাদ প্রচার করার পর আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে স্থানীয় লোকজন। এতে রক্ষা পায় পাড়াটি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘ঘটনার খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা গিয়ে প্রায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন নারায়ন কান্তি নাথ ও অসীম কান্তি নাথ।’
রাউজান ফায়ার সার্ভিস সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/ এজে