বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝিনুক নদীতে নৌকা-বোলগেট সংঘর্ষে শিশু নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ঝিনুক নদীতে একটি বোলগেট ও ছোট নৌকার সংঘর্ষে সোহাগী (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বোলগেটচালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার গোপদিঘী ইউনিয়নের অলুয়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহাগী অলুয়া গ্রামের বাহার উদ্দিনের মেয়ে।

ওসি কলিন্দ্র নাথ গোলদার জানান, বৃহস্পতিবার সকালে সোহাগী একটি ছোট নৌকায় নদী পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি বোলগেট এসে নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকা ডুবে গেলেও বোলগেটের পাখার আঘাতে মারাত্মক জখম হয় সোহাগী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub