বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

আগৈলঝাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ০১:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে দিয়া বাড়ৈ নামে আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দিয়া বাড়ৈ ওই গ্রামের দেবাশীষ বাড়ৈ (দেবো)'র মেয়ে।

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শিশু দিয়া বাড়ৈ খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার স্বজনরা। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশু দিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান আলম তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান আলম জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর