শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে এমপি মানিক ও শামীমের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

সুনামগঞ্জের ছাতকে যুবলীগ নেতার খুনের ঘটনার জেরে ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং ছাতকের বাসিন্দা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরীর বিরুদ্ধে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগে আদালতে পৃথক দুটি মামলা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিনের আদালতে এই মামলা দুটি হয়।


বিজ্ঞাপন


ছাতকে গত ২৮ মার্চ রাতে শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা লায়েক মিয়া হামলা ও ছুরিকাঘাতে মারা যান। এ ঘটনার জেরেই বুধবার আদালতের এই মামলা দুটি হয়েছে।

এমপি মুহিবুর রহমানসহ ৪২জনের বিরুদ্ধে দায়ের করা মামলা বাদী ছাতক শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা কামরুল ইসলাম কাজল।

অপরদিকে শামীম আহমেদ চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী হয়েছেন একই এলাকার বাসিন্দা পারভীন বেগম।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ ছাতক পৌর এলাকার সুরমা নদীর গণেষপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান মন্ডলীভোগ এলাকার বাসিন্দা উপজেলার যুবলীগ নেতা লায়েক মিয়া। হত্যাকাণ্ডের পর শহরে বিভিন্ন বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বুধবার দায়ের করা মামলা দুটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

পাল্টাপাল্টি মামলা দায়েরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি মলয় চক্রবর্তী।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর