বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাঙ্গামাটিতে বজ্রপাতে কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বজ্রপাতে নিক্কন তঞ্চঙ্গ্যা (১৮) নামে এক এক কলেজছাত্র নিহত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


নিহত নিক্কন উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইনপাড়া এলাকার মুচুল্লাহ তঞ্চঙ্গ্যার ছেলে বলে জানা গেছে। সে রাজস্থলী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় কার্বারি (গ্রামপ্রধান) শান্ত তঞ্চঙ্গ্যা বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নিক্কন নিজ বাড়ির আঙিনায় দাঁড়িয়ে পা ধোয়ার সময় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন