মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

জগন্নাথপুরে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

জগন্নাথপুরে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেফতার ১০
ছবি: ঢাকা মেইল

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— অর্জুন দাস, শফিকুল ইসলাম, আবুল হোসেন, শিপন মিয়া, তকবুর মিয়া, আবুল মিয়া, সন্টু দাস, মো. রুপা মিয়া, রোজন মিয়া এবং শাফিজ মিয়া।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালানো হয় ইউনিয়নের বাদে খাশিলা গ্রামে। এসময় মনজু দাসের আধাপাকা বসত ঘরে থেকে জুয়া খেলা অবস্থায় ওই ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামসহ বিভিন্ন রঙয়ের তাস, নগদ ১,৪৫,৮৯০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় প্রকাশ্য জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর