বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ০৮:৩৮ এএম

শেয়ার করুন:

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ এপ্রিল) ভোরে কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যেরঘোনা জব্বর গলিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি রাত ৮টার জানিয়েছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ। এসময় আরও ৫-৬ জন পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

গ্রেফতাররা হলেন— কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা এলাকার আবু হানিফের ছেলে মো. রুবেল রহমান (২৩), একই এলাকার খাজামঞ্জিল এলাকার আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন ওরফে ব্রিটিশ ফারুক (২২) ও উখিয়ার হলদিয়াপালং জামবারিছা বড়ুয়াপাড়ার শুভধন বড়ুয়ার ছেলে রিপন বড়ুয়া (৩৬)

ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, গোপন তথ্য পেয়ে ডিবির একটি টিম অভিযান চালায়। অভিযানে বৈদ্যেরঘোনা জব্বর গলিতে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করা অজ্ঞাত ৮-৯ জনকে দেখে ধাওয়া দেওয়া হয়। পুলিশ দেখে পালানোর সময় রিপন, রুবেল ও ব্রিটিশ ফারুককে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার ডাকাত দলের সদস্যরা একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলার আসামি। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করে শনিবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর